দুমকিতে ঢিলেঢালা লকডাউন

দুমকিতে ঢিলেঢালা লকডাউন
এবাদুল হক,দুমকি( পটুয়াখালী)  প্রতিনিধি ; সারাদেশের ন্যায় দুমকিতে লকডাউনের ৫ম দিনে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক সামাজিক দূরত্ব মানছেন নাঅনেকেই। মাঝে মধ্যে প্রশাসনের গাড়ি আসলে দৌড়ে পালিয়ে যায় প্রশাসনের গাড়ি চলে গেলে আবারও একত্রিত হতে দেখা যায়। দুমকির রাজাখালী, তালতলি, বোর্ড অফিস, চরগরবদি ফেরিঘাট এলাকার অধিকাংশ এলাকারই একই চিত্র।  কিছু কিছু চায়ের দোকানে লোকজনের আড্ডা দেখা যায়, আবার কিছু কিছু চায়ের দোকানদার সার্টার আলগা করে দোকানে বসে থাকে প্রশাসনের উপস্থিতি টের পেলেই ভিতরে আটকিয়ে বসে থাকে। প্রশাসন চলে গেলে আবার আগের অবস্থা।  সকাল থেকেই দুমকি বগা মহাসড়কে যানচলাচল চোখে পড়ার মতো।  কয়েকজন অটোরিকশা চালকের সাথে কথা বললে তাঁরা জানান,  "কি করব  অটো না চালালে খাবো কি,  সরকার খাবারের ব্যবস্থা করুক, আমরা চালাবো না।"
তবে এরকম লকডাউন চলতে থাকলে বর্তমান করোনা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রিত হবে তা ভাবনার বিষয়।